গভীর রাতে যখন আমার ঘুম
ভেঙ্গে যায়?
তখন আমি শুনতে পাই আর্তনাদ!
চিৎকার দিয়ে বলা সেই আর্তনাদ ‚
যা শুনে আমি কান্না করে উঠি।
বার বার বলি ফিরিয়ে দাও? আমার পুরোনো দিন? আরেকবার আবার ফিরিয়ে দাও?
যেন সেখান থেকে ঘুরে এসে‚
নিজের করা ভুল গুলো শুধরাই।
আমার নিষ্পাপ পুরোনো আমিটাকে শুধরাই?
যখন আমি তোমার কোমল হাত ছুঁতাম‚
সিগারেট ছুঁতাম না‚
সেই নিষ্পাপ আমিটাকে।
এখন মধ্যে রাতে ঘুম বেঙ্গে যায় হৃদয়ে আর্তচিৎকারে‚ তবে আমি নিষ্পাপ হলাম কই?
সেই তোমার কোমল হাত ছুঁতে পারলাম কই?
সেই নরম বালিশে চোখের জ্বলে‚
আমিতো অন্ধকারে রই?