দূরের আকাশ ভেঙে রৌদ্রময় দিনগুলোতে আমি প্রদর্শন করি। আকাশে নীলে আমার চোখ পড়ে আটকে যায়। শেওলা রঙের দেয়াল আমি দেখি‚
যেখানে আটকে রয়েছে হাজার বছরের স্মৃতি। তুমি আমি যখন একসাথে হেঁটে যেতাম বার বার আকাশের নীল রঙের ছোঁয়া ভালোবাসা ফিরে পেতাম তোমার পাশে থেকে।
তুমি হাসতে‚ আমি অনর্থক কথা বলে যেতাম। ভাবতাম এটা মোহ নয় সত্যি‚ আমি এখনো তাই মনে করি। তুমি আমার চার পাশ ঘিরে দাঁড়িয়ে আছ এমন ভাবে তা মৌলিক সত্য‚ যতই অস্বীকার করিনা কেন?
এখনও সেই স্মৃতির অস্তিত্ব আমাকে সুস্থিত সুখ দেয়। দুই দুয়ারে নিখিল বন্ধ থাকা চোখ সেই কথাই বলে আমায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু স্মৃতি রোমন্থন তাই আমি ভালোবাসি‚
ভালোবাসি এখনো তোমায়। তুমিও কখনো আমায় মনে পড়লে ভেবো আমি এখনো তোমার‚ সব কিছু তোমায় ছেড়ে যাবে তবে আমার অস্তিত্ব তোমাকে ছাঁড়বেনা।
এটা মৃত্যু আগে নয়। যখন মৃত্যু হবে আমার ফুসফুস থেকে হাড়িয়ে যাবে বায়ু‚ ভালোবাসার অমলিন স্মৃতি চোখে ভেসে উঠবে আমার‚ আর আমি মৃত্যুর আসল স্বাদ পাবো তোমায় দেখে।
তখনো কি তা ভালোবাসার আসল প্রকাশ নয়? তোমার যদিওবা বিশ্বাস হবেনা। অপেক্ষায় থাকো? মৃত্যু আমার নিকটে তোমায় আমার ভালোবাসা দেখানো তখনি আসল সময়!
১৯/৮/২০২১