অনিয়ম

শ্রাবণেই সস্নেহে গড়া যায় সাগর‚ নরম বৃষ্টিতে বৃদ্ধরা হাটে। তারা পা খুলে হাটে? অনবরত পদদলিত জমিনে পানি জমে যাওয়া বর্ষায়।

তারা তা ভালোবাসে? নিয়ম করেই ভালোবাসে? জানে তারা কি করে সব মানিয়ে নিতে হয়। যখন একা থাকে এসব তাদের অনিয়ম নয়?

পরিত্যক্ত কারাগারের রুগীদের আর্তনাদ শুনে যেমন চমকে উঠি‚ বৃদ্ধ হৃদয়ের আর্তনাদ তার থেকে কম নয়। তারা ভালোবাসতে জানে‚ তারা জানে আদর। আবদার ফুরিয়ে যায়‚ হাঁটতেও ভালো লাগে। তবে-

কোলাহলে আটকে থাকে পা-হাটু‚ তাই তারা হাঁটে না। কখন যে তাদের কেউ ভালোবাসবে বুঝতে চায়‚ তখন তা বুঝে উঠতে পারেনা। বুঝতে পারে সব ফুরিয়ে যাচ্ছে। চুপচাপ হয়ে মাথা নিচুতে নেমে যায়‚

জীবনের মায়া ছাড়াই উজ্জীবিত হয়ে থাকে‚ কোলাহল মিশ্রিত অকাট্য দলিল তাদের হাতে নেই। তারা তা বুঝতে পারে আর জীবনের মায়া ছেড়ে দেয়। তারা বলে? এ যে বড় অনিয়ম। আমাকে রেখে যাও আমি যেতে চাইনা। জীবন তাদের কথা শুনেও অনির আনন্দ ভুলে যায়‚ ভুলে যায় সব নিয়ম।

১৯/৮/২০২১

অস্তিত্ব

দূরের আকাশ ভেঙে রৌদ্রময় দিনগুলোতে আমি প্রদর্শন করি। আকাশে নীলে আমার চোখ পড়ে আটকে যায়। শেওলা রঙের দেয়াল আমি দেখি‚

যেখানে আটকে রয়েছে হাজার বছরের স্মৃতি। তুমি আমি যখন একসাথে হেঁটে যেতাম বার বার আকাশের নীল রঙের ছোঁয়া ভালোবাসা ফিরে পেতাম তোমার পাশে থেকে।

তুমি হাসতে‚ আমি অনর্থক কথা বলে যেতাম। ভাবতাম এটা মোহ নয় সত্যি‚ আমি এখনো তাই মনে করি। তুমি আমার চার পাশ ঘিরে দাঁড়িয়ে আছ এমন ভাবে তা মৌলিক সত্য‚ যতই অস্বীকার করিনা কেন?

এখনও সেই স্মৃতির অস্তিত্ব আমাকে সুস্থিত সুখ দেয়। দুই দুয়ারে নিখিল বন্ধ থাকা চোখ সেই কথাই বলে আমায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু স্মৃতি রোমন্থন তাই আমি ভালোবাসি‚

ভালোবাসি এখনো তোমায়। তুমিও কখনো আমায় মনে পড়লে ভেবো আমি এখনো তোমার‚ সব কিছু তোমায় ছেড়ে যাবে তবে আমার অস্তিত্ব তোমাকে ছাঁড়বেনা।

এটা মৃত্যু আগে নয়। যখন মৃত্যু হবে আমার ফুসফুস থেকে হাড়িয়ে যাবে বায়ু‚ ভালোবাসার অমলিন স্মৃতি চোখে ভেসে উঠবে আমার‚ আর আমি মৃত্যুর আসল স্বাদ পাবো তোমায় দেখে।

তখনো কি তা ভালোবাসার আসল প্রকাশ নয়? তোমার যদিওবা বিশ্বাস হবেনা। অপেক্ষায় থাকো? মৃত্যু আমার নিকটে তোমায় আমার ভালোবাসা দেখানো তখনি আসল সময়!

১৯/৮/২০২১

অন্ধকার

গভীর রাতে যখন আমার ঘুম

ভেঙ্গে যায়?

তখন আমি শুনতে পাই আর্তনাদ!

চিৎকার দিয়ে বলা সেই আর্তনাদ ‚

যা শুনে আমি কান্না করে উঠি।

বার বার বলি ফিরিয়ে দাও? আমার পুরোনো দিন? আরেকবার আবার ফিরিয়ে দাও?

যেন সেখান থেকে ঘুরে এসে‚

নিজের করা ভুল গুলো শুধরাই।

আমার নিষ্পাপ পুরোনো আমিটাকে শুধরাই?

যখন আমি তোমার কোমল হাত ছুঁতাম‚

সিগারেট ছুঁতাম না‚

সেই নিষ্পাপ আমিটাকে।

এখন মধ্যে রাতে ঘুম বেঙ্গে যায় হৃদয়ে আর্তচিৎকারে‚ তবে আমি নিষ্পাপ হলাম কই?

সেই তোমার কোমল হাত ছুঁতে পারলাম কই?

সেই নরম বালিশে চোখের জ্বলে‚

আমিতো অন্ধকারে রই?

Design a site like this with WordPress.com
Get started